
মোঃ সাখাওয়াত হোসেন খন্দকার
সভাপতিসিন্দুর্ণা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফলাফল ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে ইতিমধ্যে মানুষ এই প্রতিষ্ঠানটি থেকে শিক্ষাগ্রহন করে, দক্ষতা ও যোগ্যতার সাথে দেশের সর্বোচ্চ বিদ্যা পীঠে শিক্ষকতা ও অধ্যয়নরত আছে। জাতীয় উন্নয়নে মৌলিক উপাদান সমূহের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল জনশক্তি। আর জনশক্তি উন্নয়নে মাধ্যমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ লক্ষে দেশ গড়ার কারিগর জাতীর জনক শেখ মুজিবুর রহমান রহমান মাধ্যমিক শিক্ষাকেই বেশী গুরুত্ব দিয়েছেন। মাধ্যমিক শিক্ষাই দেশের উন্নয়ন ও অগ্রগতি কর্মকাণ্ড অংশ গ্রহনের জন্য উদ্বুদ্ধ করে, তাই মাধ্যমিক শিক্ষার কোন বিকল্প নাই। এ লক্ষ্য অর্জনের প্রয়োজনে মানসম্মত শিক্ষা ব্যবস্থার উদ্যোগ হিসাবে গ্রহন করা হয়েছে অনলাইন ক্লাস কার্যক্রম। এজন্যই শিক্ষক, শিক্ষাথী, অভিভাবক ও শিক্ষানুরাগী সকলকেই এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা আগামী প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারব। পরিশেষে আমি বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।